মানিকচক

নিজের জন্মদিনে কমিউনিটি টয়লেটের উদ্বোধন

 

নিজের জন্মদিনে কমিউনিটি টয়লেটের উদ্বোধন করলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্যা পল্লবী মন্ডল। মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খয়েরতোলা বুড়িকালী মন্দির সংলগ্ন এলাকায় কমিউনিটি টয়লেটের উদ্বোধন করা হয়।

    স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি কমিউনিটি টয়লেটের। সেই মতো মানিকচক পঞ্চায়েত সমিতির তরফে প্রায় তিন লক্ষ টাকা ব্যয় করে শৌচালয় নির্মাণ করা হয়। শনিবার দুপুর নাগাদ ফিতা কেটে এবং স্থানীয়দের মুখ মিষ্টির মাধ্যমে শৌচালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সদস্যা পল্লবী মন্ডল সহ অন্যান্যরা। নিজেদের দাবি মতো শৌচালয় পেয়ে খুশি এলাকাবাসী। পাশাপাশি এদিন কেক কেটে স্থানীয় বাসিন্দাদের নিয়ে নিজের জন্মদিন পালন করেন পঞ্চায়েত সমিতির সদস্যা পল্লবী মন্ডল। একে অপরকে কেক খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।